চ্যাটজিপিটি কি?
চ্যাটজিপিটি কি? কেন এটি প্রয়োজন?
চ্যাটজিপিটি হলো ওপেন-এআই নির্মিত একটি কৃত্রিম বুদ্ধিমত্বাসম্পন্ন চ্যাটবট যা কিনা অনলাইনে ব্যবহারকারীর সাথে স্বয়ংক্রিয়ভাবে কথোপকথন চালিয়ে যেতে পারে। এটি ইনস্ট্রাক্ট জিপিটি নামক আরেকটি স্বয়ংক্রিয় জিপিটির সহোদর মডেল। এই স্বজ্ঞাত, সহজ ও মুক্ত টুলটি আপনার যাবতীয় প্রশ্নের সমাধান করতে যথাসাধ্য চেষ্টা করে যাবে এবং আপনাকে সবসময় গ্রহণযোগ্য ও সুন্দর প্রত্যুত্তর প্রদান করবে।
জিপিটি বলতে কি বোঝায়?
জিপিটি শব্দের পুরো অর্থ হলো জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় ট্রেইনিং বা প্রশিক্ষণ বলতে এমন একটি কম্পিউটার সিস্টেমকে প্রশিক্ষন দেয়ার প্রক্রিয়াকে বোঝায় যাতে করে এটি একটি নিদিষ্ট প্যাটার্নকে বুঝতে পারে এবং সে অনুযায়ী সমাধান প্রস্তুত করে পাঠকের নিকট হাজির করতে পারে।
চ্যাটজিপিটি কিভাবে কাজ করে?
চ্যাটজিপিটি ন্যাচরাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) নামক একটি স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে কাজ করে যা কিনা মানুষের মতো ভাষাকে বোঝা, পর্যালোচনা করা ও প্রস্তুত করার ব্যাপারে সহায়তা করে।
কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করবেন?
ওপেন এ আই এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলা হয়ে গেলে আপনি সাইন ইন করে আপনার প্রশ্নটি লিখে দিতে পারেন। এর মধ্যে আপনার প্রশ্ন অনুযায়ী তথ্য অনুসন্ধান, সংগ্রহ ও সিদ্ধান্ত গ্রহণ করার জন্য চ্যাটজিপিটি কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনার সামনে আপনার প্রশ্নর উত্তর হাজির করবে। প্রথমবার আপনার প্রশ্নের উত্তরটি সন্তোষজনক না হলে আপনি আবার প্রশ্ন করতে পারেন, এবং আগের প্রশ্নের সাথে নতুন কিছু যোগ করতে পারেন।
চ্যাটজিপিটির দাম কতো?
আপনি সহজেই চ্যাটজিপিটির ফ্রি ভার্সানটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনি লেখালেখি, কোডিং এবং আরো অনেক কিছুরই সমাধান খুঁজে পেতে পারেন। অথবা আপনি চাইলে সাবস্ক্রিপশন নিতে পারেন, যাতে আপনাকে মাস শেষে ২০ ডলার বা বাংলাদেশি টাকায় ২০০০ টাকা গুণে দিতে হবে। এর মাধ্যমে আপনি চ্যাটজিপিটির অধিক ভালো ও উন্নত সংস্করণ ব্যবহার করার স্বাদ উপভোগ করতে পারবেন।
কোন কোন ক্ষেত্রে চ্যাটজিপিটি ব্যবহার হচ্ছে?
শুধু প্রশ্নোত্তর হাজির করার বাইরেও চ্যাটজিপিটির অন্যান্য ব্যবহারও জনপ্রিয়। চ্যাটজিপিটি আপনাকে দিতে পারে কোনো একটি বিষয় সম্পর্কে দার্শনিক মতামত, কিংবা আপনি কোনো একটি ওয়েবসাইট এর জন্য কোডিং লিখতে চ্যাটজিপিটিকে অনুরোধ করতে পারেন। যদিও এটি করতে হলে আপনার এবিষয়ে আগে থেকেই কিছুটা ধারণা থাকতে হবে। এছাড়াও একাডেমিক কোনো বিষয়ে কোনো প্রশ্নের উত্তর ঝটপট পেতে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন যে কেউ। অথবা আপনি হয়তো এখন আপনার নতুন একটি ব্যবসা চালু করতে চাচ্ছেন কিন্তু নাম খুঁজে হয়রান হয়ে গেলেন। চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করুন, কে জানে আপনার মনের মতো নাম পেয়েও যেতে পারেন তার কাছ থেকে। এই ধরনের সকল ব্যাপারে চ্যাটজিপিটি আপনার কাছেও জনপ্রিয় হয়ে উঠতে পারে এক কামেল বট হিসেবে।
চ্যাটজিপিটির সমস্যা
চাঁদের গায়েও তো কালিমা আছে। চ্যাটজিপিটির ও সমস্যা আছে, আছে এর নানান সীমাবদ্ধতা। আপনি একটা কবিতা লিখে দেয়ার জন্য অনুরোধ করলেন আপনার এই কামেল বটকে। কিন্তু যা এনে হাজির করলো তাতে আপনি হয়তো সন্তুষ্ট হতে পারবেন না। বিশেষ করে আপনি যদি সাহিত্যের একনিষ্ট পাঠক হয়ে থাকেন অথবা হতে পারেন একজন বোদ্ধা। আপনি সহজেই বুঝতে পারবেন চ্যাটজিপিটির লেখা কবিতায় ভাষার বাহ্যিক দিকের মুন্সিয়ানা থাকলেও আসল দিকটি প্রায়ই অনুপস্থিত। সেটি হলো কবিতার আবেগ বা গভীর অনুভব। এখন পযর্ন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার আপনার এই অ্যাসিসট্যান্ট যা পারে তা হলো আপনাকে একটি যৌক্তিকভাবে সফল কন্টেন্ট তৈরিতে সহায়তা করা। সাহিত্যের গহীণ সমুদ্রে বিচরণ করার ক্ষেত্রে এটি এখনো নিতান্তই অবোধ বালক। এছাড়াও কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এর মৌলিকত্ব থাকে না। যা কিছু উপস্থাপন করে সবটাই অন্যের কাছ থেকে নেয়া তথ্যের অনুরূপ। আবার অনেক ক্ষেত্রেই এটি ভুল বা হালনাগাদ না করা তথ্য উপস্থাপন করতে পারে অথবা অন্যের কপিরাইট করা তথ্য এনে দিতে পারে যা একজন ব্যবহারকারিকে নানান বিপত্তিতে ফেলে দিতে পারে।
সমস্যা মাথায় রেখেও চ্যাটজিপিটিকে আমরা দারুনভাবে আমাদের কাজে ব্যবহার করে উপকৃত হতে পারি। শুধু সমস্যার সমাধান খুঁজতে নয়, চ্যাটজিপিটি ব্যবহারে আমাদের মূল্যবান সময় ও বাঁচে। এটি প্রয়োগ করে আমরা কোনো একটি বিষয়ের উপর গবেষণা চালাতে পারি। অনেক সময় আমাদের লেখা মনে আসে না। একে বলে রাইটার্স ব্লক। এ অবস্থা থেকেও চ্যাটজিপিটি আমাদের উদ্ধার করতে পারে। বা কোনো একটা লেখা আপনি লিখেছেন এটিকে আরো মচমচে করতে চান, চ্যাটজিপিটিকে বলুন। কোনো একটি কোড ডিবাগ করতে চান, চ্যাটজিপিটিকে বলুন। কিংবা আপনার ব্লগপোস্ট এর জন্য কিওয়ার্ড সার্চ করার ব্যাপারেও তার সাহায্য নিতে পারেন। অথবা একটা বড় ডকুমেন্ট এর কয়েক লাইনের সামারি করে দিতে বলতে পারেন চ্যাটজিপিটিকে। সবচেয়ে বড় কথা, একে আপনার বিপদের বন্ধুর মতো সবসময় পাশে রাখতে পারেন।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment